প্রথমবারের মতো ভাসানচরে নেয়া হলো সাগরে ভাসা ২৯ রোহিঙ্গাকে - Southeast Asia Journal

প্রথমবারের মতো ভাসানচরে নেয়া হলো সাগরে ভাসা ২৯ রোহিঙ্গাকে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রথমবারের মতো নিয়ে যাওয়া হয়েছে নোয়াখালীর ভাসানচরে। জানা যায়, বঙ্গোপসাগরের নুনিয়ারছড়া পয়েন্ট থেকে উদ্ধার হওয়া ২৯ জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে দ্বীপটিতে। প্রাথমিকভাবে সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি বলেন, সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভাসনচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (২রা মে) ভোরে রোহিঙ্গাদের নিয়ে একটি বোট কক্সবাজারের নুনিয়ারছড়া প্যারাবনে ভিড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২৯ রোহিঙ্গাকে উদ্ধার করে। পরে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শরণার্থী ক্যাম্পের একজন রোহিঙ্গা জানিয়েছেন, কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে মালয়েশিয়া যেতে গিয়ে বাঁধার মুখে পড়ে বেশ কিছু দিন ধরে সাগরে ভাসছে রোহিঙ্গা বোঝাই দু’টি বোট। ঐ দু’টি বোট থেকে এসব রোহিঙ্গারা ছোট বোটে করে কক্সবাজারে পৌঁছেছে।