প্রথমবারের মতো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১লা জুন সোমবার কুতুপালং ক্যাম্পে ৭১ বছর বয়সী এক বৃদ্ধা উপসর্গ নিয়ে মারা যান। আজ (২রা জুন) সকালে তার রিপোর্ট পাওয়া গেছে, করোনাভাইরাস পজিটিভ ছিল তার। রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত অন্তত ২৯ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।
কক্সবাজার জেলার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা তোহা ভুঁইয়া বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ওই বৃদ্ধা ৩১ মে মারা গেছেন। কিন্তু তিনি কোভিড-১৯ রোগে মারা গেছেন, তা আমরা গত রাতে নিশ্চিত হতে পেরেছি। তিনি বলেন, চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা ডকটরস উইদাউট বর্ডারসের পরিচালিত একটি আইসোলেশন কেন্দ্রে তার মৃত্যু হয়েছে। একই দিনে তাকে ক্যাম্পের ভেতরেই দাফন করা হয়েছে।’
তোহা ভুঁইয়া আরও বলেন, আমরা ক্যাম্প প্রশাসনের সঙ্গে কথা বলতে যাচ্ছি। লোকজনকে এ মৃত্যু নিয়ে সতর্ক করা হবে। যারা ওই মৃতের সংস্পর্শে এসেছিলেন, তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।