উৎসবমুখর পরিবেশে রুমায় সেনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে আয়োজিত “সেনা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বিকাল ৪টায় রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে ত্রিপুরা উদয়ন স্পোর্টিং ক্লাব।
ম্যাচের ১৮তম মিনিটে দলের একমাত্র ও বিজয়সূচক গোলটি আসে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন।
এ সময় সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শতাধিক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
জোন অধিনায়ক বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এই আয়োজন রুমায় তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।