খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের আলুটিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাটিরাঙ্গার চরপাড়া এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে আবু হানিফ। আহত নাজিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাটিরাঙ্গার আলুটিলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী ট্রাকের চাকায় পৃষ্ট হয় নিহত হানিফ। হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।