ভারতে পাচারকালে উদ্ধার ৯ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত - Southeast Asia Journal

ভারতে পাচারকালে উদ্ধার ৯ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে নয়টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বিজিবি। রোববার (২২ আগস্ট) দুপুরে উদ্ধারের পর বন্যপ্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ভারতে পাচারের সময় সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে দুটি ভোদড় (উদবিড়াল), ছয়টি বিদেশি খরগোশ ও একটি ঈগল উদ্ধার করা হয়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, বন বিভাগের পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন বন্যপ্রাণীগুলো নিজেদের জিম্মায় নেন। তারা এগুলো সুন্দরবনে অবমুক্ত করেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, বন্যপ্রাণী রক্ষায় সব সময় তৎপর বন বিভাগ। নয়টি বন্যপ্রাণী বিজিবির কাছ থেকে বন বিভাগের আওতায় নেওয়া হয়েছে। এগুলো বনে অবমুক্ত করা হয়েছে।