রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-ভারতের বন্ধন আরও সুদৃঢ় হবে- নৌ প্রতিমন্ত্রী - Southeast Asia Journal

রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-ভারতের বন্ধন আরও সুদৃঢ় হবে- নৌ প্রতিমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-ভারতের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরার সঙ্গে স্থলবন্দর চালুর লক্ষ্যে অধিগ্রহণ করা ভূমি, অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি ও মৈত্রীসেতু পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালুর ব্যাপারে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে শুরুতেই রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালু হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু ব্যবসা-বাণিজ্য নয় ভারতের সঙ্গে আমাদের আন্তরিকতার সম্পর্ক বিদ্যমান। মহান মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে ত্রিপুরার মানুষ অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে ছিল। রামগড় স্থলবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ দুই দেশের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আলমগীর ও প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. সরোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার, রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ ইখতেয়ার উদ্দিন আরাফাত, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামন প্রমুখ উপস্থিত ছিলেন।