নওগাঁয় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ের সমন্বয় সভা
নিউজ ডেস্ক
সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুর ২টায় প্রায় ঘণ্টাব্যাপী সীমান্ত পিলার ২৫৭/১৮-আর এর নিকটবর্তী রামচন্দ্রপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং মালদা আরাদপুর ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে সীমান্ত পিলার ২৫৭/১৮-আর এর নিকটবর্তী রামচন্দ্রপুরে ভারতের অভ্যন্তরে কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা হয়।
সভায় বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ১৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন। অপরদিকে ১২ সদস্যবিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদা আরাদপুর ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী শুপ্রিয়া বকত।
বর্ণিত সভায় অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় উভয়পক্ষের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।