সাজেকে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

সাজেকে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাজেক এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার সকালে পৃথক দু’টি স্থানে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন।

প্রথমে বাঘাইহাট বিএফআইডিসি মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী।

শীতবস্ত্র বিতরণ কালে লে. কর্ণেল মুনতাসির রহমান বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানে কাজ করে থাকে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ তিনি আরো বলেন, ‘বয়স্ক মানুষেরা তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী পাহাড়ি এলাকার শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।’

পরে মাসালং স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করেন মাসালং সাব- জোন অধিনায়ক নাভিন সুমেইত মল্লিক। এতে দুর্গম সাজেক ইউনিয়নের মাসালং বাজার, কিজিংপাড়া, লম্বাবাক পাড়া,তালকুম্বা পাড়া, উজানছড়ি, ভূয়াছড়ি সহ বিভিন্ন দুর্গম এলাকার ৯শতাধিক শীতার্ত মানুষের মাঝে পৃথক দু’টি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চেয়ারম্যান জনাব অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি ও কার্বারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।