বাংলাদেশ থেকে ভারতে ১০টি সোনার বিস্কুট পাচারের চেষ্টা, আটক ১
নিউজ ডেস্ক
বাংলাদেশ থেকে ভারতে ১০টি স্বর্ণের বিস্কুট পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দক্ষিণবঙ্গ সীমান্তের ৮৬ ব্যাটালিয়নের বৈজনাথপুরের বিএসএফের জওয়ানরা। পাচারের সময় বিএসএফ একজনকে আটক করেছে।
গত ২৪ আগস্ট বৃহস্পতিবার বিএসএফের গোয়েন্দা শাখা বৈজনাথপুর সীমান্ত চৌকির কোম্পানি কামান্ডারকে জানায় যে, চোরাকারবারি সীমান্ত চৌকি বৈজনাথপুরের এলাকা থেকে সোনা পাচার করতে পারে।
সুনির্দিষ্ট তথ্য পাওয়ার সাথে সাথে কোম্পানি কমান্ডার বিএসএফ জওয়ানদের সতর্ক করেন এবং কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) গঠন করেন।
বৈজনাথপুরের সুনির্দিষ্ট এলাকায় বিএসএফের জওয়ানরা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। বিএসএফ জওয়ানরা দেখলেন, বাংলাদেশের দিক থেকে চোরাকারবারিরা আন্তর্জাতিক ব্যারিকেডের ওপর দিয়ে দুটি প্যাকেট ফেললেন। তা দেখে জওয়ানরা তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে দৌড়ে পাচারকারীদের চ্যালেঞ্জ করেন।
বিএসএফের জওয়াদের তাদের দিকে আসতে দেখে চোরাকারবারিরা বাংলাদেশের দিকে ছুটে যায়। ঠিক সেই সময় ভারত থেকে এক চোরাকারবারি ওই ফেলে দেওয়া প্যাকেট তুলতে আসে। ঘটনাস্থলেই পাচারকারীকে ধরে ফেলে বিএসএফের জওয়ানরা।
ঘটনাস্থলের আশপাশের পুরো এলাকা তল্লাশি চালিয়ে দুটি প্যাকেট উদ্ধার করে বিএসএফ। প্যাকেট দুটি খোলার পর সেখান থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।
গ্রেফতার চোরাকারবারির নাম রায়েল মন্ডল, বয়স ২৫ বছর। তার বাবার নাম আব্দুল মন্ডল। তিনি নদীয়া জেলার বৈজনাথপুর গ্ৰামের পিএস মারুটিয়ার বাসিন্দা।
আটককৃত মালামাল পারবর্তী কার্য্যক্রমের জন্য সংশ্লিস্ট থানায় প্রেরণ করা হয়।