সীমান্তের অসম চুক্তি নিয়ে ফেব্রুয়ারিতে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তের অসম চুক্তি নিয়ে ফেব্রুয়ারিতে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তের অসম চুক্তি নিয়ে ফেব্রুয়ারিতে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে বৈঠক হবে সেখানে অসম চুক্তির সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে এখন উত্তেজনা নেই। সব স্বাভাবিক আছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ আছে। এসব বিষয়েও মিটিংয়ে আলোচনা করে সমাধান করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের মামলার তদন্তভার, পুলিশের হাতেই থাকছে। অন্য কোনো সংস্থাকে দেয়ার সুযোগ নেই। বিশেষ ট্রাইব্যুনালেও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কাজ করছে।’

সার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে, অতিরিক্ত মুনাফা নেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং অভিযুক্ত ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।’

এর আগে, সশস্ত্র বাহিনী, রেঞ্জের সব পুলিশ ইউনিট, র‍্যাব, বিজিবি, আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *