মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে এসব সহায়তা প্রদান করা হয়।
এসময় মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. কামরুল হাসান, নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল কৌশিক জাহানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
সহায়তার মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠান সরঞ্জাম বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।