লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) সকালে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন কর্তৃক এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় ।
সকাল ৯টা থেকে শুরু হয়ে এই বিনামূল্যে চিকিৎসা সেবা বিকাল ৪ টা পর্যন্ত চলমান ছিল। সব মিলিয়ে দুর্গম জনপদের প্রায় পাঁচ শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে এদিন।
দুর্গম পাহাড়ের দুস্থ ও অসহায় রোগীরা সেনাবাহিনীর এমন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চিকিৎসা সেবা কার্যক্রম শেষে জোন অধিনায়ক বলেন, প্রয়োজন থাকলেও দুর্গম এলাকার লোকজন অর্থাভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। সেনাবাহিনী সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোন কর্তৃক চিকিৎসাবঞ্চিত লক্ষ্মীছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।