বর্ণাঢ্য আয়োজনে ২৩ বিজিবি ব্যাটালিয়নের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউজ ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ যামিনীপাড়া জোন ২৩ ব্যাটালিয়নের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
সোমবার দুপুরে মাটিরাঙ্গার তবলছড়িতে যামিনীপাড়া জোন সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা ও প্রীতিভোজে অংশ নেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ও যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আলমগীর কবির অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
প্রীতিভোজের আগে ব্যাটালিয়নের সকল সদস্যদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।