বিআইআইএসএসের নতুন মহাপরিচালক মেজর জেনারেল যুবায়ের সালেহীন

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। তিনি বর্তমান ডিজি মো. আবু বকর সিদ্দিক খাঁনের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিআইআইএসএসের মহাপরিচালক মো. আবু বকর সিদ্দিক খাঁনকে বদলি করা হয়েছে। তার জায়গায় প্রেষণে নতুন দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন।
এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।