ঔষধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল রশীদ উন নবী

ঔষধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল রশীদ উন নবী

ঔষধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল রশীদ উন নবী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের স্থলাভিষিক্ত হবেন। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদফতরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে সেনাবাহিনীতে বদলি করা হলো।

তার জায়গায় পদায়ন করা হয়েছে মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কাজী মো. রশীদ-উন-নবী গণমাধ্যমকে বলেন, ‘নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষের জন্য সব সময় কাজ করার চেষ্টা করেছি। প্রতিদান হিসেবে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। যতদিন আছি মানুষের জন্য কাজ করতে করে যেতে চাই।’

এর আগে মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।