ভারী বৃষ্টি-বজ্রঝড়ে আফগানিস্তানে ৩৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
আফগানিস্তানে পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শতাধিক মানুষ।
দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন জানান, সোমবার সন্ধ্যায় প্রবল ঝড় ও বৃষ্টির কারণে গাছ, দেওয়াল ও মানুষের বাড়ির ছাদ ধসে পড়ে জালালাবাদ এবং নানগারহার’ প্রদেশের কিছু জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহতহ হয়েছে আরো ২৩০ জন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে আফগানিস্তানে গত মে মাসে আকস্মিক বন্যায় শত শত লোক প্রাণ হারিয়েছিল। সেসময় দেশটির অনেক অঞ্চলের কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ে।
প্রসঙ্গত, গত মে মাসে দেশটিতে আকস্মিক বন্যায় চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।
উওল্লখ্য, জাতিসংঘ আফগানিস্তানকে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বিপদে আছে এমন রাষ্ট্রের তালিকার প্রথম দিকে রেখেছে। দেশটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হয়।
২০২১ সালে আন্তর্জাতিক মহলে স্বীকৃত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা দখল করে তালেবান। এর পর থেকেই দেশটি থেকে সকল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অর্থায়ন প্রত্যাহার করে। আগের মতো ত্রাণ সহায়তাও পায় না দেশটি। যার ফলে আফগান অর্থনীতিতে ধস নামে। পরবর্তী কয়েক বছরে দেশটির পরিস্থিতির আরো অবনতি হয়েছে।