কূটনীতিক পাড়ার নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন
নিউজ ডেস্ক
ঢাকার কূটনীতিক পাড়া পাহারা দিচ্ছেন সেনাসদস্যরা। সাধারণভাবে গুলশান ও বারিধারা জোনে বিদেশি মিশনগুলো এবং বিশেষ বিশেষ রাষ্ট্রদূতদের বাসা পাহারা দেওয়ার দায়িত্ব পুলিশের। কিন্তু সোমবার (৫ আগস্ট) থেকে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে অস্থির পরিবেশ তৈরি হলে দায়িত্ব পালন থেকে সরে যান পুলিশ সদস্যরা।
পরে কূটনীতিকরা নিরাপত্তাহীনতা বোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে গুলশান ও বারিধারা জোনের প্রবেশপথগুলোতে পাহারা বসানো এবং নিয়মিত টহলের ব্যবস্থা করে সেনাবাহিনী।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা সেনাবাহিনীর সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কূটনীতিক পাড়া এখন সেনাবাহিনী পাহারা দিচ্ছে। বিদেশি কূটনীতিকদের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।