কক্সবাজারে ৭০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই আটক
নিউজ ডেস্ক
কক্সবাজারে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আমজাদ হোসাইনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৮ আগস্ট) রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘টেকনাফ থেকে কক্সবাজারগামী ইমপেরিয়াল স্লিপার বাসের যাত্রী এএসআই আমজাদ হোসাইনের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ হাজার টাকাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি। পরে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’
রামু-৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, ‘শনিবার মধ্যরাতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামানো হয়। জিজ্ঞাসাবাদে কথায় গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ওই ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হচ্ছে। আমজাদ মূলত তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। আমরা জিজ্ঞাসাবাদ করছি।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।