আরও বেশি শান্তিরক্ষী নিতে জাতিসংঘকে অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
নিউজ ডেস্ক
বাংলাদেশ থেকে আরও বেশি শান্তিরক্ষী নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৭ আগস্ট) জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
গত মধ্য জুলাই থেকে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে দেশজুড়ে হওয়া হত্যাকাণ্ড ও নৃশংসতার তদন্তে সহায়তা করতে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকায় এসেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি দল এসেছিলেন সৌজন্য সাক্ষাতে। এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাত। আমরা বলেছি তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা সেটা করবো।’
গত ২ মাসে শিক্ষার্থীদের আন্দোলন দমনে আসলে কী করা হয়েছে, সেটি তদন্তেই তারা এসেছে বলে জানান স্বারাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।’
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ যাতে শীর্ষে থাকতে পারে, বাংলাদেশ থেকে যেন আরও বেশি শান্তিরক্ষী যেতে পারে; জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে সেই অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশ যেন শান্তিমিশনে সবসময় শীর্ষে থাকতে পারে, সে ব্যবস্থা তারা করবেন।’
এর আগে চীনের অ্যাম্বাসেডরও সাক্ষাৎ করতে এসেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে ৯ হাজারের মতো চাইনিজ নাগরিক বিভিন্ন জায়গায় কাজ করছেন। তাদের নিরাপত্তার জন্য তারা সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা করবো। তাছাড়া আমাদের বন্যায় তারা কী ধরনের সহযোগিতা করতে পারেন, সেই সহযোগিতাও চেয়েছি। আমরা অনুরোধ করেছি, যেন আমাদের জন্য তারা সাহায্য সহযোগিতা করেন।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।