রাঙামাটিতে শিক্ষক অপসারনের দাবিতে জেএসএস পন্থি পাহাড়িদের বিক্ষোভ, জোর করে মিছিলে আনার অভিযোগ

রাঙামাটিতে শিক্ষক অপসারনের দাবিতে জেএসএস পন্থি পাহাড়িদের বিক্ষোভ, জোর করে মিছিলে আনার অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের বিরুদ্ধে কথিত আর্থিক, প্রশাসনিক দুর্নীতি, অসদাচরণ ও অদক্ষতা এবং বেআইনি কার্যকলাপের প্রেক্ষিতে অনতিবিলম্বে তার অপসারণ দাবিতে শহরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পেইড এজেন্ট খ্যাত নিরুপা দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ করেছে জেএসএস পন্থি পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মী ও গুটিকয়েক উপজাতি শিক্ষার্থী। তবে উক্ত বিক্ষোভে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু উপজাতি শিক্ষার্থীকে জোর করে নিয়ে আসার অভিযোগও পাওয়া গেছে।

জানা গেছে, সকালে নিরূপা দেওয়ান, তুহিন চাকমা, পহেলা চাকমা, উক্যওয়াই মারমা, র‍্যালি চাকমা, মিটন চাকমাসহ বেশ পিসিপির বেশ কয়েকজন নেতার নেতৃত্বে গুটিকয়েক উপজাতি শিক্ষার্থীকে নিয়ে একটি বিক্ষোভ মিছিল রাঙ্গামাটি শহরস্থ জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে এসে এক মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক এর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করে পরবর্তীতে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে শহরস্থ জিমনেসিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ করে।

একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, উক্ত বিক্ষোভ মিছিলে বাঙ্গালী সম্প্রদায়ের কোন শিক্ষার্থী বা অভিভাবক উপস্থিত ছিলেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক মারমা শিক্ষার্থী জানায়, গতরাতে জেএসএস এর ছাত্র সংগঠন পিসিপি কর্তৃক তার মায়ের ফোনে কল করে তাকে সকালে বিদ্যালয়ের পোষাক পড়ে জিমনেসিয়াম মাঠে উপস্থিত থাকতে বলা হয়। উপস্থিত না হলে পরবর্তীতে সমস্যা হবে বলেও হুমকি দেয় পিসিপিরও ওই নেতা।

ঘটনাটি স্বীকার করে আরেক শিক্ষার্থীর পিতা আলোকময় চাকমা বলেন, তাকেও গতরাত সাড়ে ৯টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে এক মহিলা সকালে তার ছেলেকে জিমনেসিয়াম মাঠে পাঠাতে বলে। এর কারণ জানতে চাইলে তাকে ধমক দিয়ে ওই মহিলা বলেছেন, বেশী জানার আগ্রহ হলে পরিণতি ভালো হবে না।

রাঙামাটিতে শিক্ষক অপসারনের দাবিতে জেএসএস পন্থি পাহাড়িদের বিক্ষোভ, জোর করে মিছিলে আনার অভিযোগ
বিভিন্ন মেসেঞ্জার ও হোয়াটসএ্যাপ গ্রুপে এভাবেই মেসেজ দিয়ে আন্দোলনের উসকানি দেয়া হচ্ছে।

এছাড়া সাউথইস্ট এশিয়া জার্নালের কাছে আসা কয়েকটি ফেসবুক ও হোয়াটসএ্যাপ গ্রুপের স্ক্রীনশট বিশ্লেষন করেও এসব ঘটনার সত্যতা পাওয়া যায়।

জেলার সুশীল সমাজের দাবি, একজন শিক্ষক যদি সত্যিই অনিয়ম-দূর্নীতি বা প্রভাব বিস্তার করতো তাহলে তার বিরুদ্ধে পাহাড়ি-বাঙ্গালী নির্বিশেষে সবাই আওয়াজ তুলতো, বিক্ষোভে অংশ নিতো। তবে শুধুমাত্র সুশীল নামধারী জেএসএস পন্থি কয়েকজন এবং গুটিকয়েক উপজাতির অংশগ্রহণ এটি প্রমাণ করে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন সর্বজনবিদিত নয়। এটি স্পষ্টতই একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্র।

আরও পড়ুন: রাঙামাটির রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জানা যায়, নিজেদের পছন্দের শিক্ষককে প্রধান শিক্ষকের চেয়ারে বসাতে সাবেক গেরিলা নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রণতোষ মল্লিককে অপসারণের পাঁয়াতারা করছে। এরই ধারাবাহিকতায় জেএসএস এর ইন্ধনে পাহাড়ি ছাত্র পরিষদসহ উপজাতি কয়েকজন ছাত্র প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মিছিল করে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, একমাত্র বাঙ্গালি সম্প্রদায়ের হওয়ায় দীর্ঘদিন ধরেই রণতোষ মল্লিককে নিয়ে নানা ষড়যন্ত্র ও কুৎসা রটাচ্ছে জেএসএস পন্থি শিক্ষকরা। সরকার পতনের সুযোগ নিয়ে এবার নতুন করে আবারো পুরনো সেই খেলায় মেতে উঠেছে চক্রটি।

একটি সূত্রে বলছে, রাঙামাটির চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়কে বাদ দিয়ে প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা জেলা প্রশাসককে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করাও রণতোষ মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম কারণ হতে পারে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, ‘শুধুমাত্র বাঙ্গালি সম্প্রদায়ের হওয়ায় রণতোষ স্যারকে নিয়ে আশুতোষ চাকমাসহ নিরুপা দেওয়ানের মতো জেএসএস সন্ত্রাসীরা ষড়যন্ত্র করছে। উনাকে সরিয়ে দেয়া হলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে এবং বিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে। প্রধান শিক্ষক রণতোষ মল্লিক যদি দুর্নীতি করতো, অনিয়ম করতো তাহলে সকলে মিলে তার বিরুদ্ধে আন্দোলন করতো, কিন্তু প্রধান শিক্ষককে সরাতে আন্দোলন করছে পাহাড়ি কিছু শিক্ষার্থী। আসলে রণতোষ মল্লিককে বাঙালি বিবেচনায় ষড়যন্ত্র করছে তার কারণে এখানে শিক্ষার্থীরা দুইভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সত্যিকার অর্থে যদি অনিয়মের বিবেচনায় আন্দোলন করতো তাহলে পাহাড়ি-বাঙালি সবাই মিলে আন্দোলন করতো। কিন্তু এখানে বিষয়টি ভিন্ন। মূলত ষড়যন্ত্র করছে উগ্র পাহাড়ি কিছু ষড়যন্ত্রকারী।

আরও পড়ুন: রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের পাঁয়তারা জেএসএস’র

এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে যে এসমস্ত কার্যকলাপে কোন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রী জড়িত নাই। যেহেতু কেন্দ্রীয়ভাবে নিষেধ আছে, তাই তারা রাঙামাটির বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক অপসারণের নামে শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের জেএসএস পন্থি এক উপজাতি শিক্ষক কর্তৃক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো ও বাঙ্গালী শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় ইচ্ছে করে কম নম্বর দেয়ার অভিযোগ উঠলে ওই শিক্ষককে ডেকে নিয়ে তিরষ্কার করে ভবিষ্যতে এমন কর্মকান্ড না করার বিষয়ে সাবধান করেন প্রধান শিক্ষক রণতোষ মল্লিক। এ ঘটনাকে কেন্দ্র করে জেএসএস এর সাথে মিলে রণতোষ মল্লিককে অপসারণ করে সেখানে জেএসএস সমর্থিত উপজাতি আরেক শিক্ষক আশুতোষ চাকমাকে বসাতে ষড়যন্ত্রের ছক আঁকেন অভিযুক্ত ওই শিক্ষক।

উল্লেখ্য, রাঙামাটি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালকে জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রুপ দেয়ার কারিগর প্রধান শিক্ষক রণতোষ মল্লিক শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেয়ার মাধ্যমে জেলাজুড়ে সুনাম অর্জন করেছেন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে প্রায় ১৫ হাজার উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর বিভাগীয় পর্যায়ের সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বিদ্যালয় গ্রুপে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রথম স্থান অর্জন করেছিলেন রাঙামাটির রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক রণতোষ মল্লিক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।