মায়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৬
![]()
নিউজ ডেস্ক
মায়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ২৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার সরকারের এ পরিসংখ্যান জানিয়েছে।
নিহত ও নিখোঁজের এ সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সংস্থাটি জানায়, একাধিক সূত্র ইঙ্গিত দেয়- শত শত লোক মারা গেছে, আরও অনেক নিখোঁজ রয়েছে। আনুমানিক ছয় লাখ ৩১ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বছর এ অঞ্চলে আঘাত হানা ঝড়ের মধ্যে টাইফুন ইয়াগি অন্যতম শক্তিশালী ঝড়। এটি গত সপ্তাহে দক্ষিণ চীন, ভিয়েতনাম, লাওস ও মায়ানমারজুড়ে প্রবল বৃষ্টিপাতের সৃষ্টি করেছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই শতাধিক মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মায়ানমারের রাজধানী নেপিডো, কেন্দ্রীয় মান্দালয় অঞ্চলের পাশাপাশি কায়া, কায়িন ও শান রাজ্যসহ অন্তত ৯টি অঞ্চল ও রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ বলেছে- খাদ্য, পানীয় জল, ওষুধ, জামা-কাপড় ও বাসস্থানের জরুরি প্রয়োজন। তবে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সেতুর পাশাপাশি অস্থিতিশীল টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা ত্রাণ কার্যক্রমে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করছে। সূত্র:
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।