সেনাবাহিনী পূজায় সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে কথা রেখেছে: কিশোর মহারাজ
নিউজ ডেস্ক
দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করতে সেনাবাহিনী নিরাপত্তা নিয়ে যে আশ্বাস দিয়েছিল তা রেখেছে বলে ধন্যবাদ জানিয়েছেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ (কিশোর মহারাজ)।
তিনি বলেন, কড়া নিরাপত্তায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পূজা উদযাপন হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) এসব কথা বলেন তিনি।
পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভক্তরাও সমান অবদান রেখেছেন বলে উল্লেখ করেন তিনি। ভক্ত ও দর্শনার্থীরা সুশৃঙ্খলভাবে সব নিয়ম মেনে পূজা-আর্চনার কাজ করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের পূজা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
কিশোর মহারাজ বলেন, সেনাবাহিনীর অনেক সদস্য পাহারায় ছিল সর্বক্ষণ। সাদা পোশাকেও অনেক সদস্য নিরাপত্তা রক্ষায় কর্মরত ছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।