মিয়ানমারে আরসার ঘাটি দখলে নিল আরাকান আর্মি
নিউজ ডেস্ক
আরাকান আর্মি বাংলাদেশ-মিয়ানমারের উত্তর সীমান্তে আরসা ঘাটিতে আক্রমণ চালিয়ে দখলে নিয়েছে।
সূত্রের মতে জানা গেছে আরাকান আর্মি রাখাইনের পশ্চিম সীমান্তে মংডু টাউনশিপের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ ও ৪৬ ওয়েলা তাউং রোড সেক্টর ২ এলাকায় আক্রমণ চালিয়ে লুকিয়ে থাকা আরসাদের বিতাড়িত করে।
মংডু টাউনশিপের উত্তরে খাওং পে-এর এক বাসিন্দা নারিনজারা নিউজকে বলেন, আরসার ঘাটি আক্রমণের সময় আরাকান ও বিদ্রোহী আরসার মধ্যে ভয়াবহ যুদ্ধ বাঁধে ।
জানা যায়, গত ২ জানুয়ারী, আরাকান আর্মি ওয়াইলা টাং রোডে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ এবং ৪৬-এ লুকিয়ে থাকা আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। এরপর দুই বিদ্রোহী বাহিনীদের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। তবে সংঘাত পরবর্তী পরিস্থিতি জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের মতে, গত ৮ ডিসেম্বর মংডুর নাসাকা দখল করে আরাকান আর্মির উপকূলরক্ষী বাহিনী এলাকায় সন্ত্রাসী বাহিনী আরসার উপর হামলা চালিয়ে সেখান থেকে তাদের উৎখাত করে।
এ ঘটনার পর আরএসও এক ভিডিও বার্তায় বলে, আমরা ‘রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’র বিশেষ বাহিনী যারা প্রতিটি অধিকার থেকে বঞ্চিত ছিল, আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে করছে এবং জান্তা ও বৌদ্ধদের দ্বারা স্বীকৃত নয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।