মিয়ানমারে আরসার ঘাটি দখলে নিল আরাকান আর্মি

মিয়ানমারে আরসার ঘাটি দখলে নিল আরাকান আর্মি

মিয়ানমারে আরসার ঘাটি দখলে নিল আরাকান আর্মি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আরাকান আর্মি বাংলাদেশ-মিয়ানমারের উত্তর সীমান্তে আরসা ঘাটিতে আক্রমণ চালিয়ে দখলে নিয়েছে।

সূত্রের মতে জানা গেছে আরাকান আর্মি রাখাইনের পশ্চিম সীমান্তে মংডু টাউনশিপের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ ও ৪৬ ওয়েলা তাউং রোড সেক্টর ২ এলাকায় আক্রমণ চালিয়ে লুকিয়ে থাকা আরসাদের বিতাড়িত করে।

মংডু টাউনশিপের উত্তরে খাওং পে-এর এক বাসিন্দা নারিনজারা নিউজকে বলেন, আরসার ঘাটি আক্রমণের সময় আরাকান ও বিদ্রোহী আরসার মধ্যে ভয়াবহ যুদ্ধ বাঁধে ।

জানা যায়, গত ২ জানুয়ারী, আরাকান আর্মি ওয়াইলা টাং রোডে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ এবং ৪৬-এ লুকিয়ে থাকা আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। এরপর দুই বিদ্রোহী বাহিনীদের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। তবে সংঘাত পরবর্তী পরিস্থিতি জানা যায়নি।

আরাকান আর্মি ওয়াইলা টাং রোডে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ এবং ৪৬-এ লুকিয়ে থাকা আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়

স্থানীয় বাসিন্দাদের মতে, গত ৮ ডিসেম্বর মংডুর নাসাকা দখল করে আরাকান আর্মির উপকূলরক্ষী বাহিনী এলাকায় সন্ত্রাসী বাহিনী আরসার উপর হামলা চালিয়ে সেখান থেকে তাদের উৎখাত করে।

এ ঘটনার পর আরএসও এক ভিডিও বার্তায় বলে, আমরা ‘রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’র বিশেষ বাহিনী যারা প্রতিটি অধিকার থেকে বঞ্চিত ছিল, আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে করছে এবং জান্তা ও বৌদ্ধদের দ্বারা স্বীকৃত নয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *