ভারতীয় রুপির দরপতন চলছেই
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতীয় মুদ্রা রুপি। ডলার প্রতি দাঁড়িয়েছে ৮৬ দশমিক ২০ রুপিতে। মূলত আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান ও বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে দেয়ায় দরপতন হচ্ছে রুপির। এই পতন রুখতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই), দেশটির ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রির মাধ্যমে বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করছে।
আরও দরপতনের মধ্য দিয়ে ভারতীয় মুদ্রার মান প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৮৬ দশমিক ২০ রুপিতে ঠেকেছে। এই পতন এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে বলে জানাচ্ছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার (১০ জানুয়ারি) লেনদেন শুরু হয় ডলার প্রতি ৮৫ দশমিক ৮৮ রুপিতে এবং শেষ হয় সর্বনিম্ন ৮৫ দশমিক ৯৮ রুপিতে। পতন রুখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার বিক্রি করছে।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ছে। বন্ডের বিপরীতে পাওয়া যাচ্ছে অতিরিক্ত মুনাফা। এসব কারণে দুর্বল হচ্ছে রুপির মান। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে দেয়ারও বড় কারণ বলে জানানো হয়েছে। জানুয়ারিতেই এখন পর্যন্ত ২১ হাজার ৩৫৭ কোটি রুপির শেয়ার বিক্রি করা হয়েছে।
শুক্রবার ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, ৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ দশমিক ৬৯৩ বিলিয়ন ডলার কমে ৬৩৪ দশমিক ৫৮৫ বিলিয়ন ডলারে নেমে আসে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।