কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ
নিউজ ডেস্ক
কুমিল্লায় সীমান্তে পুকুরের পাড়ে কাঁটাতারের বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তঘেঁষা একটি পুকুর পাড়ে ওই বেড়া নির্মাণ করা হচ্ছে।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) জানা যায়, শাহপুরের সীমান্ত এলাকায় ভারতীয়রা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এতে সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত পিলারের দেড় শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। তবে বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে।
তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন।
শাহপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা আগে শুনতাম দেড় শ গজের ভেতরে কোনো তারকাঁটা বেড়া দেওয়া যাবে না। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেও বিএসএফ ওই পাশ থেকে আমাদেরকে হুমকি দেয়।’
জানা গেছে, কুমিল্লা সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।
সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এদিকে ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।
শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, বিএসএফের উপস্থিতিতে চলছে বেড়া নির্মাণের কাজ।
কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘আমরা অতিরিক্ত বিজিবি টইল জোরদার করছি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।