সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃতদন্তে গঠিত তদন্ত কমিশনের সাক্ষাৎ

সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃতদন্তে গঠিত তদন্ত কমিশনের সাক্ষাৎ

সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃতদন্তে গঠিত তদন্ত কমিশনের সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গতকাল সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান (অব.) এর নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তাঁরা সেনাবাহিনী প্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।

সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃতদন্তে গঠিত তদন্ত কমিশনের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যগণ – মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার (অব:), ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান, বীর প্রতীক (অব:), যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (অবঃ), ডিআইজি ড. এম. আকবর আলী (অবঃ), সহযোগী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহকারী অধ্যাপক মো: শাহনেওয়াজ খান চন্দন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *