চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনী

চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনী

চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁদপুরের শীতবস্ত্র বিতরণ করে মাদ্রাসা পড়ুয়া শীতার্ত শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী দরবার শরীফ সংলগ্ন একটি মাদ্রাসায় চাঁদপুর সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন শীতবস্ত্র তুলে দেন।

এসময় লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। শীতের তীব্রতায় কষ্টে থাকা এসব শিশু শিক্ষার্থীদের সামান্য উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সেনাবাহিনী মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকবে।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে মানবিক সহায়তা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed