বর্ণাঢ্য আয়োজনে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
কেক কাটা, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি ম্যাজেস্ট্রিক টাইগারস) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (১৯শে ফেব্রুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তর এবং বাকলাই পাড়া সাবজোনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিন অনুষ্ঠানের শুরুতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। এসময় আগত অতিথিদের স্বাগত জানান ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেঃ কর্নেল সরদার জুলকার নাইন।
পরে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে কেটে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা বান্দরবানের সাধারণ মানুষকে সাথে নিয়ে সেনাবাহিনীর এই পথ চলায় ৬৯ পদাতিক ব্রিগেড এর অধীনস্ত ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থানচি ও রুমা উপজেলার সকল মানুষের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিহত করা সহ এ অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আসছে।
তিনি আরো বলেন, ‘এদেশের যতগুলো জনগোষ্ঠী আছে আমরা সকলের জন্য উন্নয়নমূলক কার্যক্রমে সদা সচেষ্ট। আমাদের উদ্দেশ্যে এ অঞ্চলের সকল মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, যাতে এখানকার মানুষ সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তৈরী করতে পারে।’
একই সময় বাকলাই পাড়া সাব জোনের অন্তর্গত বিভিন্ন সম্প্রদায় ও পাড়ার কারবারি, ধর্মযাজক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তা উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আগত বিভিন্ন পাড়ার কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ করার জন্য। একই সাথে এলাকার সন্ত্রাস নির্মূল ও পার্বত্য এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের জন্য অত্র ইউনিটকে সাধুবাদ জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, পার্বত্য জেলা বান্দরবানে শান্তি প্রতিষ্ঠার পথ চলাতে অনেক সেনা সদস্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছে। তাদের আত্ম বলিদান এর মাধ্যমে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করে চলছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ইউনিট সব সময় তাদের সর্বোচ্চ ত্যাগ ও চেষ্টা দিয়ে পার্বত্য এলাকার মানুষের জীবনযাপনের মান এবং এলাকার শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্টা থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।