বান্দরবানে মানবিক সহায়তা নিয়ে দুঃস্থদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

নিউজ ডেস্ক
বান্দরবানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে স্টাফ অফিসার মেজর পারভেজ রহমানের নেতৃত্বে বুধবার দুপুরে সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স প্রশিক্ষণ মাঠে এসব সহায়তা প্রদান করা হয়।
এ সময় পর্যটন সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের সুরক্ষায় কাজ করা বান্দরবানের বোটচালক সমিতির সদস্যদের মাঝে জনপ্রতি এক বস্তা করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি, এক বৌদ্ধ বিহারের সংস্কার খাতে আর্থিক অনুদান এবং অসহায় দুই পরিবারের কন্যাদের বিবাহ আয়োজনের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বান্দরবান পৌর এলাকার বিভিন্ন দুঃস্থ ও অসহায় মানুষ ছাড়াও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সেনাবাহিনী নিয়মিতভাবে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে থাকে। অনুষ্ঠানে বক্তব্যকালে মেজর পারভেজ রহমান বলেন,
“সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে ৫ দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বন্ধু হিসেবে যেকোনো দুর্যোগে পাশে রয়েছে, আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এইধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই জানান, সেনাবাহিনীর এই সহায়তা বাস্তবেই তাদের জীবনে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।