সেনাবাহিনী প্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) আজ বৃহস্পতিবার সকালে সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকের শুরুতে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত প্রশিক্ষণ, সামরিক সরঞ্জাম বিনিময়, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা খাতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দু’দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে আরও ইতিবাচকভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *