উত্তর-পশ্চিম পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ছে
![]()
নিউজ ডেস্ক
উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ছয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। একটি সশস্ত্র গোষ্ঠী সোমবার (৮ নভেম্বর) থেকে মঙ্গলবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার উপজাতীয় এলাকায় অবস্থিত ওই চৌকিতে আকস্মিক হামলা চালায়। এতে তীব্র গোলাগুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছে পুলিশ ও নিরাপত্তা সূত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এই হামলাটি এমন সময়ে ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘটিত একাধিক ছোটোখাটো সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হয়েছে। এসব সংঘর্ষ সীমান্তে উত্তেজনা আরও বিস্তারের আশঙ্কা তৈরি করেছে।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ছয়জন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আর দুই জঙ্গিও লড়াইয়ে নিহত হয়েছে।
টিটিপি প্রায় দুই দশক ধরে ইসলামাবাদের বিরুদ্ধে লড়াই করছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা বাড়িয়েছে তারা। ইসলামাবাদ অভিযোগ করে যে, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা নেওয়া তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে।
কাবুল এ অভিযোগ অস্বীকার করে এবং বলে যে পাকিস্তানের নিরাপত্তা বিষয়টি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা।
মাঠের বাইরে থাকা বিভিন্ন বিষয়ও উত্তেজনাকে উসকে দিচ্ছে। পাকিস্তান দেশটিতে থাকা লাখ লাখ আফগান আশ্রয়প্রার্থীর ব্যাপক বহিষ্কার কার্যক্রম দ্রুততর করেছে।
তবে ইসলামাবাদ গত সপ্তাহে জানিয়েছে যে তারা শিগ্গিরই জাতিসংঘের ত্রাণ সহায়তা আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া শুরু করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।