চট্টগ্রামে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন - Southeast Asia Journal

চট্টগ্রামে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন

চট্টগ্রামে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম অঞ্চলের সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী গতকাল রোববার শুরু হয়েছে।

চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড মাঠে সমরাস্ত্র প্রদর্শনী ২০২৪ উদ্বোধন করেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য আবদুচ ছালাম, বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জিওসি আগত অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

গতকাল বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এ প্রদর্শনী চলে। আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

পুরো মাঠে ১৪টা স্টল স্থাপন করা হয়েছে। এখানে আছে সাঁজোয়া যান, কামান, বিমান বিধ্বংসী কামান, মিসাইলসহ সেনাবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্রসমূহ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে ১৪টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে সাঁজোয়া যান, কামান, বিমান বিধ্বংসী কামান ও মিসাইলসহ সেনাবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হচ্ছে।

এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকা, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কার্যক্রম ও পর্যটন শিল্প বিকাশে সেনাবাহিনীর নানা কার্যক্রম সম্পর্কিত স্টল রাখা হয়েছে। আছে সেনাবাহিনীতে যোগদানের জন্য তথ্যকেন্দ্র। যোগদানের প্রক্রিয়া সম্পর্কে বিশদ জানা যাবে এ কেন্দ্রে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।