মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো লংগদু সেনা জোন - Southeast Asia Journal

মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো লংগদু সেনা জোন

মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো লংগদু সেনা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির প্রত্যন্ত দুর্গম লংগদু উপজেলার দুঃস্থ অসহায় মানুষদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও আর্থিক অবস্থার কথা চিন্তা করে মনবাতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে লংগদু জোনে দুঃস্থ অসহায় এক মায়ের ঘর নির্মাণের জন্য তিনবান ঢেউটিন এবং অসুস্থ দু’জনকে চিকিৎসা বাবদ নগদ অর্থ ও বইয়ের জন্য পড়ালেখা করতে না পারা এক পাহাড়ী শিক্ষার্থীকে বই হাতে তুলে দেয় সেনা জোন।

লংগদু জোন অধিনায় লেঃ কর্নেল হিমেল মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগদের হাতে এসব সহায়তা তুলে দেন।

মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো লংগদু সেনা জোন

পাশাপাশি এদিন, কর্মসংস্থানের জন্য দু’জন অসহায় গৃহবধূর হাতে ২টি সেলাই মেশিন তুলে দেন তিনি।

এসময় জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইন-শৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এসব বিষয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।

মানবিক সহায়তা ব্তিরণকালে লংগদু জোনের পদস্থ সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।