ছাত্র আন্দোলনের সময় বন্দী সবাইকে মুক্তি দেয়া হবে: রাষ্ট্রপতি

ছাত্র আন্দোলনের সময় বন্দী সবাইকে মুক্তি দেয়া হবে: রাষ্ট্রপতি

ছাত্র আন্দোলনের সময় বন্দী সবাইকে মুক্তি দেয়া হবে: রাষ্ট্রপতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে চলমান পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সম্প্রতি আন্দোলনের সময় সব বন্দী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন। তিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।