রাঙামাটিতে দুস্থ ও অসুস্থদের মাঝে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা বিতরণ

রাঙামাটিতে দুস্থ ও অসুস্থদের মাঝে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা বিতরণ

রাঙামাটিতে দুস্থ ও অসুস্থদের মাঝে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিনসহ দুস্থ ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান এর নির্দেশনায় রিজিয়ন সদর দপ্তরে এসব অনুদান প্রদান করা হয়।

মানবিক সহায়তা বিতরনকালে রাঙামাটি রিজিয়নের কর্মকর্তা মেজর মুজাহিদুল ইসলাম ও রাঙামাটি রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর আসফিকুর রহমান উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।’

তিনি বলেন, এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এদিন রাঙামাটির অসহায় ও দরিদ্র পাহাড়ি বাঙালী পরিবারকে ২টি সেলাই মেশিন প্রদান করা হয়। একই সাথে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ এক লাখ ২৮ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *