নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
সীমান্তের দুর্গম পাহাড়ি জনপদে বসবাসরত অসহায় ও দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) আজ বুধবার জামছড়ি বিওপি এলাকায় আয়োজন করে একটি ব্যতিক্রমধর্মী মানবিক ও সচেতনতামূলক কর্মসূচির।
দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ, মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা, মাইন বিস্ফোরণে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং খাদ্য সহায়তা কার্যক্রম।
মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ২০০ জন দুঃস্থ ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়, পাশাপাশি ১৫০ জনের বেশি মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সীমান্তে বিদ্যমান ঝুঁকি ও নিরাপত্তা হুমকি মোকাবেলায় স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত সভায় মাদক ও চোরাচালান রোধে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস। তিনি বলেন, “শুধু সীমান্ত পাহারা নয়, সীমান্তবাসীর কল্যাণেও বিজিবি কাজ করে যাচ্ছে। মানবিক ও কল্যাণমূলক এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয়দের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা অপরিহার্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিজিবি সদস্যরা। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
একজন স্থানীয় হাফেজ নুরুল আলম বলেন, “বিজিবির এই সহায়তা আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক বড় আশীর্বাদ। সীমান্তে এমন কর্মসূচি নিয়মিত হলে আরও উপকৃত হবো।”
উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা ছাড়াও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) নিয়মিত মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সীমান্ত অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।