সীমান্তে বালি-পাথরের লুটপাট বন্ধে কঠোর অবস্থানে বিজিবি
![]()
নিউজ ডেস্ক
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও লালাখাল এলাকায় জাতীয় সম্পদ বালি ও পাথরের অবাধ লুটপাট বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান বজায় রেখেছে।
শনিবার লালাখাল বিওপিতে এক প্রেস ব্রিফিংয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের কারণে বর্তমানে এ অঞ্চলে কোনো অবৈধ বালি-পাথর উত্তোলন হচ্ছে না। তার দাবি, বিজিবির উপস্থিতির ফলে সীমান্তঘেঁষা এসব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্পট পর্যটকদের জন্য সুরক্ষিত রয়েছে।
তিনি জানান, গত চার মাসে বিজিবি প্রায় চারশ থেকে ছয়শ অবৈধ বালি-পাথরবাহী নৌকা আটক করেছে। শুধু লালাখাল নয়, ভোলাগঞ্জ ও অন্যান্য সীমান্তঘেঁষা অঞ্চল থেকেও অসংখ্য নৌকা জব্দ করা হয়েছে। এসব অভিযানে বিজিবি সদস্যরা গভীর রাতেও দায়িত্ব পালন করেছেন এবং অনেকে আহত হয়েছেন।
অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার, অবৈধ পণ্য প্রবাহ এবং পুশ-ইন প্রতিরোধে এককভাবে দায়িত্ব পালন করছে। প্রতিকূল পরিস্থিতিতেও বাহিনীর সদস্যরা সীমান্ত নিরাপত্তায় অবিচল রয়েছেন।
তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল বিজিবির অর্জিত সাফল্য প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায়। তবে বাস্তবে দেশের সীমান্ত সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবি অগ্রণী ভূমিকা পালন করছে বলে তিনি দাবি করেন।
অবৈধ বালি-পাথর পাচারের সঙ্গে কারা জড়িত—এ বিষয়ে তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে এবং বিজিবি নিয়মিত সহযোগিতা করছে। প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমাদের শপথ—সীমান্তকে রক্ষা করব জীবন দিয়ে। দেশের এক বিন্দু মাটিও হাতছাড়া হতে দেব না। বাংলাদেশ বিজিবির হাতে নিরাপদ, ইনশাআল্লাহ নিরাপদই থাকবে।”
স্থানীয়রা মনে করছেন, বিজিবির এ দৃঢ় অবস্থান সীমান্ত এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পর্যটন নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন আস্থা তৈরি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।