প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঘর উপহার পেলো হাটহাজারীর ৬ ত্রিপুরা পরিবার - Southeast Asia Journal

প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঘর উপহার পেলো হাটহাজারীর ৬ ত্রিপুরা পরিবার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে মনাই ত্রিপুরা পাড়ায় ৬ অসহায় ত্রিপুরা পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ঘর প্রদান করা হয়েছে। অবহেলিত পাহাড়ের পাদদেশে মনাই ত্রিপুরা পল্লী গত দেড় বছরে পথঘাট থেকে শুরু করে অলিগলিতে অনেকটা উন্নয়ন করেছেন উপজেলা প্রশাসন। এর আগে এখানে অবহেলিত ত্রিপুরা পল্লীতে বসবাসরত লোকজন দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন।

গত বুধবার (২৭ মে ) দুপুরে উপজেলা প্রশাসন ত্রিপুরা পল্লীতে উপস্থিত সচীন ত্রিপুরা, সত্যলক্ষি ত্রিপুরা, অনিল ত্রিপুরা, সম্ভরাম ত্রিপুর, শাওন্তি ত্রিপুরা ও বিষুরাম ত্রিপুরাকে ঘরগুলো বুঝিয়ে দেন। অসহায় ত্রিপুরা পরিবারগুলো প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে বেশ খুশি এবং এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করা পরিবারগুলোর তালিকা তৈরী করা হয়েছিল। এ তালিকা থেকে যারা বেশি ঝুঁকিতে তাদের মধ্য থেকে ছয় পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নতুন নির্মিত ৬টি ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারনে বাকি ছয়টি এখনো সম্পন্ন হয়নি। অচিরেই এ গুলো সম্পন্ন হলে অন্যদের বুঝিয়ে দেওয়া হবে।