মহামারি জয় করে এবার চমেকের আক্রান্ত ২ চিকিৎসককে বাঁচাতে পুলিশ সদস্য অরুন চাকমার প্লাজমা দান
![]()
নিউজ ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই ভাইরাসকে জয় করে সুস্থ হওয়ার পর এবার আক্রান্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামিরুল এবং ডা. মোহিদতের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশের এক মানবিক সদস্য অরুন চাকমা। গত ২৮ মে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই চিকিৎসকের জন্য করোনা জয়ী অরুন চাকমার শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়।
জানা গেছে, প্লাজমা দানকারী অরুন চাকমা চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হওয়ার পর অরুন চাকমা চলতি মাসের ৩ মে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসেন। এর মধ্যে তার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পিরিয়ডও সম্পন্ন হয়। মানুষের সেবা করতে গিয়ে অরুন চাকমা করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্থ হয়ে এবার তিনি অন্যান্য করোনা আক্রান্তকে সুস্থ করতে নিজের প্লাজমা দান করে চট্টগ্রাম মহানগর পুলিশকেও গৌরবের অংশ করলেন।

প্লাজমা দানকারী অরুণ চাকমা বলেন, ‘‘যদি আমার প্লাজমা দিয়ে কারো প্রাণ বাঁচে সেটা আমার জন্য গৌরবের। করোনা আক্রান্ত হওয়ার পর মাননীয় পুলিশ কমিশনারসহ পুরো পুলিশ পরিবার আমার পাশে ছিলো। সবার ভালোবাসায় এবং দোয়ায় আমি করোনা যুদ্ধে জয়ী হয়েছি। ‘আমি এই যুদ্ধ থেকে পিছু হটতে চাই না। পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে আমি করোনা যুদ্ধে নিজেকে নিয়োজিত রাখতেই দুই চিকিৎসকের প্রাণ বাঁচাতে নিজের প্লাজমা দান করেছি।”