অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিল গ্যাবন জান্তা - Southeast Asia Journal

অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিল গ্যাবন জান্তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গ্যাবন অভ্যুত্থানের নেতা ব্রাইস এনগুয়েমা। সোমবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এক ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দেন। কিন্তু এই নির্বাচন কবে হবে তা সম্পর্কে কোনও ইঙ্গিত দেননি তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত বুধবারের অভ্যুত্থানে আলি বঙ্গোর বিরুদ্ধে নেতৃত্ব দেন ব্রাইস এনগুয়েমা। একটি বিতর্কিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। অনেকেই তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবর্তনের আশায় এই অভ্যুত্থানকে অনেকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, জেনারেল এনগুয়েমার শাসন ৫৫ বছরের বঙ্গো রাজবংশের মতোই দীর্ঘ হবে। কারণ জেনারেল তার কর্মজীবনের বেশিরভাগ সময় বঙ্গোর সঙ্গেই কাটিয়েছেন। এমনকি তাকে আলী বঙ্গোর চাচাতো ভাই বলেও মনে করা হয়।

রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজ হয়েছে। এই অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রীরাও ছিলেন। পশ্চিম ও মধ্য আফ্রিকায় সামরিক অভ্যুত্থানের সর্বশেষ ঘটনা এটি।

অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়ন থেকে গ্যাবনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। জাতিসংঘ ও ফ্রান্স নিন্দা জানিয়েছে।