বিসিএসে অন্যান্য বিবেচনায় নিয়োগ পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

বিসিএসে অন্যান্য বিবেচনায় নিয়োগ পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

বিসিএসে অন্যান্য বিবেচনায় নিয়োগ পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে বিসিএসে যতো নিয়োগ হয়েছে, তার মধ্যে মেধাবী ছাড়া অন্যান্য বিবেচনায় যারা নিয়োগে পেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে বিজিবি রাজশাহী সদর দপ্তর ও রাজশাহী ব্যাটালিয়ন পরির্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত ৫ আগস্টের পর পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করেছে, আস্তে আস্তে সেই অবস্থার উন্নতি হচ্ছে। তাদের পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। পুলিশের যে ১৮৭ জন সদস্য এখনও যোগদান করেননি, তারা এখন আর পুলিশ বাহিনীতে নেই। তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীদের জন্য যে আইন, তাদের ক্ষেত্রে সেই আইন প্রয়োগ করা হবে।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা র‌্যাব-৫ সদর দপ্তর ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। রবিবার বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।