বাংলাদেশ ফায়ার সার্ভিসকে দুর্যোগকালীন সরঞ্জাম উপহার দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ফায়ার সার্ভিসকে দুর্যোগকালীন সরঞ্জাম উপহার দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ফায়ার সার্ভিসকে দুর্যোগকালীন সরঞ্জাম উপহার দিলো যুক্তরাষ্ট্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষায় বাংলাদেশ ফায়ার সার্ভিসকে সরঞ্জাম উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (২০ অক্টোবর) বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম।

সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে আটটি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম।

দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরঞ্জাম সহায়তা

এছাড়াও বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিকেল ব্যাগ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। স্বাস্থ্য, নিরাপত্তা বা পরিবেশের জন্য বিপজ্জনক পদার্থ উপস্থিত থাকতে পারে এমন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রথম সারির কর্মীদের সহায়তা করবে এসব সরঞ্জাম।

প্যাসিফিক অগমেন্টেশন টিম এবং বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছে, এর আগে তারা বহু মেডিকেল ফার্স্ট রেসপন্ডার সেমিনার এবং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে। প্যাসিফিক অগমেন্টেশন টিম বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা তৈরি এবং বিনিয়োগের সুযোগ খুঁজে চলেছে।

দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরঞ্জাম সহায়তা

যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন বলেন, এই অনুদান আমাদের স্থায়ী অংশীদারত্ব এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও জীবন রক্ষার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed