রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
এক সপ্তাহব্যাপী গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে আজ শনিবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরকালে তিনি দুই দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়ায় কূটনৈতিক ব্যস্ততা
গত ৬ এপ্রিল রাশিয়ায় পৌঁছানোর পর জেনারেল ওয়াকার-উজ-জামান প্রথমে রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ. ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, আঞ্চলিক নিরাপত্তা, উচ্চ শিক্ষা এবং দক্ষ জনশক্তি রপ্তানিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
পরদিন ৮ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ওলেগ স্যালিউকভের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণার্থী বিনিময় ও ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।
রূপপুর পারমাণবিক প্রকল্পেও নজর
সফরকালে তিনি রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোটসম এর মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা ও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি Rostec ও ROSOBORON Export-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি আদান-প্রদানের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
ক্রোয়েশিয়ায় কৌশলগত সম্পর্ক
গত ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় পৌঁছে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্ডিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিরক্ষা শিল্প স্থাপন, যৌথ সামরিক মহড়া, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হয়।
এই সফরকে কেবল সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিরক্ষা খাতে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী সহযোগিতার এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে সেনাবাহিনী প্রধানের এ ধরনের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।