ক্ষমতায় গেলে পাহাড়ে স্থায়ী শান্তির জন্য কাজ করবে বিএনপি: ওয়াদুদ ভূঁইয়া

ক্ষমতায় গেলে পাহাড়ে স্থায়ী শান্তির জন্য কাজ করবে বিএনপি: ওয়াদুদ ভূঁইয়া

ক্ষমতায় গেলে পাহাড়ে স্থায়ী শান্তির জন্য কাজ করবে বিএনপি: ওয়াদুদ ভূঁইয়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে স্থায়ী শান্তির জন্য কাজ করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভপাতি ওয়াদুদ ভূঁইয়া।

সোমবার (১৩ জানুয়ারি) খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে চাকমা সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, পাহাড়ে অশান্তি সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমান। তিনি পাহাড়িদের বাঙালি হয়ে যাওয়ার জন্য বলার পরে পাহাড়ে অশান্তি সৃষ্টি হয়েছিল। এখন বাঙালিদের যদি বলা হয় পাহাড়ি হয়ে যাও, তা কি সম্ভব। তাহলে কেন পাহাড়িরা বাঙালি হবেন।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, শেখ মুজিবুর রহমান পাহাড়ে কখনও শান্তি চাইনি। যার কারণে শান্তি প্রিয় পাহাড়িদের বাঙালি জাতি বলে চাপিয়ে দিতে চেয়েছিল। বিএনপি পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আগেও কাজ করেছে এখনও করছে। ভবিষ্যতেও কাজ করবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, সকল সম্প্রদায়ের দল। আগামীতে ক্ষমতায় এলে পাহাড়ের স্থায়ী শান্তির জন্য কাজ করবে।

আরও পড়ুন: পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী: বি. জে. আমান

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথি, জেলা সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এড. মালেক মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিমেষ চাকমা(রিংক)সহ বিএনপির নেতাকর্মীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *